প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৯

উলিপুরে ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাই, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

উপজেলা সংবাদদাতা, উলিপুর, কুড়িগ্রামঃ
উলিপুরে ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাই, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বহিরাগত এক মহিষ ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই মহিষগুলো উদ্ধার করেছে। যদিও এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার বিবরণ:
দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের মহিষ ব্যবসায়ী রুবেল ইসলাম (৩০) রৌমারী থেকে ৭টি মহিষ ক্রয় করেন। মহিষগুলো নৌকায় চিলমারী উপজেলার ফকিরের হাট ঘাটে এনে সেখান থেকে পিকআপে (ঢাকা মেট্রো-ক-২৩-২৮১৬) করে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের সুরিরডারা এলাকায় পৌঁছালে, স্থানীয় কয়েকজন মহিষের চালান দেখতে চান। ব্যবসায়ী রুবেল ইসলাম চালান দেখালেও তারা সেগুলো কেড়ে নেয়। পরে তারা পিকআপটি আটকিয়ে ব্যবসায়ী ও চালককে মারধর করে মহিষগুলো ছিনতাই করে নিয়ে যায়।

মামলা ও উদ্ধার অভিযান:
মহিষ ছিনতাইয়ের পর রুবেল ইসলাম উলিপুর থানায় আরিফ মিয়াসহ (৩০) আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উলিপুর স্টেডিয়ামের সামনে থেকে খালি পিকআপটি উদ্ধার করে। পরবর্তী অভিযানে চিলমারী থানার ফকিরের হাট ঘাটের নয়াবশ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ৭টি মহিষ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য:
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “মহিষ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। উদ্ধার করা মহিষগুলো থানার হেফাজতে রাখা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং আশা করছেন ছিনতাইকারীরা দ্রুত আইনের আওতায় আসবে।

উপরে