আর্টসেল ও অ্যাভয়েডরাফার পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট সম্পন্ন
উত্তরা গ্লেনরিচ ক্যাম্পাসে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ‘গ্লেনরিচ উত্তরা রকফেস্ট ২০২৪’। দিনব্যাপী এই আয়োজনে দেশীয় রক ব্যান্ডের মুগ্ধকর পরিবেশনা রকপ্রেমীদের মন জয় করেছে। বিশেষ আকর্ষণ ছিলো দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনবদ্য মঞ্চ পরিবেশনা।
২০১৯, ২০২০ ও ২০২৩ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারও গ্লেনরিচ রকফেস্ট আয়োজন করে উত্তরা ক্যাম্পাসে। বিভিন্ন স্কুলের প্রতিভাবান ব্যান্ডগুলোর অংশগ্রহণ ছিল এ উৎসবে উল্লেখযোগ্য। গ্লেনরিচ উত্তরার ব্যান্ড ‘ইগনাইট’, স্কলাস্টিকা উত্তরার ‘ভূত বাক্স’, চিটাগাং গ্রামার স্কুলের ‘এক্সটেসি’ এবং আগা খান একাডেমির ‘মনোক্রোম’-এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তবে, প্রধান আকর্ষণ ছিল আর্টসেল ও অ্যাভয়েডরাফার পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানের প্রাণ হয়ে ওঠে।
এই উৎসবটি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা ও সাতারকুল শাখার শিক্ষার্থী, অভিভাবক এবং স্টাফদের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি, অন্যান্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রিম টিকিট কেটে বা আয়োজনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করে অংশগ্রহণের সুযোগ পান।
গ্লেনরিচ উত্তরা রকফেস্টের এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।