রায়গঞ্জে ফুল তুলতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামে ফুল তুলতে নিষেধ করাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নুরুল ইসলাম (৫০) রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সকালে দেবরাজপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম নিজের বাড়ির গোলাপ বাগানে ৪ নম্বর বিবাদীর মেয়ে বৃষ্টি খাতুন (৬)-কে ফুল তুলতে বাধা দেন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তাকে মারধরের মিথ্যা অভিযোগ করে।
পরদিন ১৬ ডিসেম্বর সকালে নুরুল ইসলামের ওপর একদল ব্যক্তি হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, ১ নম্বর বিবাদীর নেতৃত্বে অন্য বিবাদীরা মিলে নুরুল ইসলাম ও তার প্রতিবেশী বেলাল শেখকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর নুরুল ইসলামের জ্ঞান ফিরলেও তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।
ভুক্তভোগীর পরিবার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুকুল গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"