প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৫

সিরাজগঞ্জে সবজির বাজারে ধ্বস, ৪০ টাকায় মিলছে ৫ কেজি ফুলকপি

তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জে সবজির বাজারে ধ্বস, ৪০ টাকায় মিলছে ৫ কেজি ফুলকপি

সিরাজগঞ্জে বিভিন্ন সবজির দাম ধারনার চেয়েও কম দামে বিক্রি হওয়ায় প্রান্তিক চাষীরা  মারাত্মক  ক্ষতির মুখে পড়েছে। অসহায় চাষীরা লাভবান না হয়ে বড় ধরনের লোসানের মুখে পড়ে দেনা গ্রস্থ হয়ে পড়েছে। জেলার বিভিন্ন বাজার গুলোতে গত দুদিন যাবত বিভিন্ন সবজির দাম নিম্নমুখী । প্রতিদিন দাম কমছে। রবিবার সবজির আড়তে ৫ কেজি ফুলকপি বিক্রি হয়েছে ৪০ টাকায়। খুচরাবাজারে
প্রতি কেজির দাম ছিলো মাত্র ১০ টাকায় অন্যান্য সবজির দাম ও নিম্নমুখী ।
বেগুন ৪০/৬০ টাকা, ছিম ২৫ টাকা, আলু ৬০/৭০ টাকা, পিয়াজ ৭০ টাকা,
কাঁচামরিচ ৪০ টাকা, গাজর ৪০/৫০ টাকা, শাক প্রতি মুঠো ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সদর উপজেলার বহুলী গ্রামের কৃষক হাবিব ও চন্দ্রকোনা গ্রামে চাষী রফিকুল
বলেন, ঋণ করে আবাদ কারেছি। শুরুতে দাম আশানুরূপ থাকায় ভালো লাভের আশা করেছিলাম। সবজি বিক্রি করে ঋণ পরিশোধের পরেও ভালো মুনাফার সম্ভবনা ছিলো। কিন্তু হঠাৎ করে দাম এত কম হবে আশাকরিনি। এখন আমরা আরো ঋণ গস্থ হয়ে পড়ছি। পরিবার নিয়ে মহাবিপাকে পাড়তে হবে। ঋণ পরিশোধে একমাত্র অবলম্বন সামান্য জমি হাত ছাড়া হলে পরিবার নিয়ে বিপদে পড়তে হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, বাজারে
সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। এর ফলে ভোক্তারা উপকৃত হলেও কৃষকেরা কম লাভবান হবেন।

উপরে