র্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিরাজগঞ্জ একটি সফল অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে প্রাইভেট কারে মাদক পরিবহনের সময় ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেট কার, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮০০ টাকা জব্দ করা হয়।
অভিযানের বিবরণ
র্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে দুপুর ১টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডের জাকস ফাউন্ডেশন সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়
১. মোঃ হুমায়ূন কবির (৪২), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-নিমধি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
২. মোঃ আল আমিন (৩০), পিতা-মোঃ আলম, সাং-ইন্দ্রকুল, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী (ড্রাইভার)।
3. মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা।
4. মোঃ ফরিদ (৩০), পিতা-মৃত শহিদুল্লাহ, সাং-দোইয়ারা একাতরী, থানা-শাহারাস্থী, জেলা-চাঁদপুর (ড্রাইভার)।
অভিযানের পটভূমি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেট কারে গাঁজা পরিবহন ও বিক্রয় করে আসছিল।
মামলা ও আইনি প্রক্রিয়া
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।