জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্য
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি গ্রহণ করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এরফান আহম্মেদ।
সরকার সম্প্রতি সারা দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে। উক্ত কর্মসূচিতে টিকাদান অর্জন, অনলাইন রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন অপচয় রোধে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
অর্জনের কারণ ও প্রতিক্রিয়া
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আবুল কালাম আজাদ জানান,
"আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এইচপিভি টিকার অনলাইন রেজিস্ট্রেশন, শতভাগ বাস্তবায়ন এবং ভ্যাকসিন অপচয় রোধে কাজ করেছি। তাই এই স্বীকৃতি অর্জন করতে পেরেছি।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এরফান আহম্মেদ বলেন,
"এই সফলতা আমাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর একনিষ্ঠ প্রচেষ্টার ফল। এই অর্জন আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আমরা এমন সফলতার ধারা বজায় রাখবো এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও এগিয়ে নিয়ে যাবো।"
এই সাফল্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যেমন গৌরবের, তেমনি এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা কর্মসূচি সারা দেশে কার্যকর করতে তাড়াশের এই প্রচেষ্টা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।