প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:৪২

টিএমএসএস’র বার্ষিক সাধারণ সভায় ১৪ হাজার ৬ শত ৬৫ কোটি

খবর বিজ্ঞপ্তিঃ
টিএমএসএস’র বার্ষিক সাধারণ সভায় ১৪ হাজার ৬ শত ৬৫ কোটি

টিএমএসএস ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১৪ হাজার ৬ শত ৬৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। গতকাল সোমবার বগুড়ার হোটেল মম ইন-এ দুই দিনব্যাপী বার্ষিক সাধারণ সভার শেষ দিনে এ বাজেট অনুমোদিত হয়।

সভায় আলোচিত বিষয়সমূহ

প্রথম দিনে টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ও টিএমএসএস পরামর্শক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী

সভার সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন

উপস্থাপিত ও গৃহীত সিদ্ধান্তসমূহ

সাধারণ পরিষদের সদস্য মিনতি আখতার বানু বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, এবং আয়শা বেগম কোষাধ্যক্ষের পক্ষে আর্থিক প্রতিবেদন ও বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনা ও আগামী অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।

উল্লেখযোগ্য প্রকল্প ও সিদ্ধান্তসমূহ:

ডমেস্টিক সেলস্ এন্ড পার্সেস কুপন চালু

টিএমএসএস ডিসিপ্লিন স্পেশাল ব্র্যাঞ্চ প্রতিষ্ঠা

ভলিন্টিয়ার ফাউন্ডেশন গঠন

অবলোপনকৃত অর্থ আদায়ে একটি স্বতন্ত্র বিভাগ গঠন

গ্লোবাল আইন বিভাগ প্রতিষ্ঠা

আজীবন সদস্য অন্তর্ভুক্তকরণ

 

শোক ও শ্রদ্ধা

সভা শুরুর আগে অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া টিএমএসএস-এর আজীবন সদস্য, কর্মকর্তা ও কর্মীদের মৃত্যুতে শোক ও দোয়া করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন: টিএমএসএস পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগম

ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা খাতুন টিএমএসএস ও বিসিএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়সহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

 

সারসংক্ষেপ

বার্ষিক সাধারণ সভার মাধ্যমে টিএমএসএস নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেট এবং গৃহীত সিদ্ধান্তগুলো সংস্থার আর্থিক প্রবৃদ্ধি এবং সমাজসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

উপরে