প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:১৫
তাড়াশে খালেক চেয়ারম্যান আটক
তাড়াশ, সিরাজগঞ্জ, সংবাদদাতা:
সিরাজগঞ্জর তাড়াশের তালম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে আটক করা হয়েছে। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের প্রতিনিধি পৌর শহরের সাইফুল ইসলামের ছেলে সাব্বির খন্দকারকে মারপিঠ ও হত্যার চেষ্টা ঘটনায় গত ১১ নভেম্বর তাড়াশ থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের বরই চড়াভেংড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ ছাড়াও তাঁর নিজ গ্রামের মারামারি সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী তিনি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকালে আটককৃত আব্দুল খালেককে আদালতে প্রেরণ করা হয়েছে।