প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:৩১

আদিবাসী ইউনিয়ন ধুনট উপজেলা কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আদিবাসী ইউনিয়ন ধুনট উপজেলা কমিটি গঠন

২৪ ডিসেম্বর ২০২৪, সোমবার সকাল ১১টায় ধুনট শহীদ মিনার চত্বরে আদিবাসী ইউনিয়ন, ধুনট উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা বিশ্বজিৎ সরকার এবং সঞ্চালনা করেন সুরঞ্জীত সরকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা। এছাড়াও বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, ধুনট আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা বিভূতিভূষণ শীল, এবং শেরপুর উপজেলা কমিটির সভাপতি কমলয় সিং ও সাধারণ সম্পাদক প্রান কুমার সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনটের আদিবাসী নেতৃবৃন্দ, যার মধ্যে পূর্ণমা রানী রবিদাস, উজ্জ্বল রবিদাস, লিলি রানি, চাঁনমনি রবিদাস, শ্রী মানিক রবিদাস, নয়ন রবিদাস, জয়েন রবিদাস, ও অনিল সরকার প্রমুখ।

দাবি ও প্রতিশ্রুতি:
সম্মেলনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পাহাড় ও সমতলে আদিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি জানানো হয়। নেতারা আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় সরকারের প্রতি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নতুন কমিটি গঠন:
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ধুনট উপজেলা কমিটির আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন বিশ্বজিৎ সরকার, সাধারণ সম্পাদক সুরঞ্জীত সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সঞ্জয়কে নির্বাচিত করা হয়।

এই সম্মেলনের মাধ্যমে আদিবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের ঐক্যবদ্ধ অবস্থান ও অধিকারের দাবিতে নতুন করে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উপরে