প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২০:১৩

বগুড়ার শাজাহানপুরে মহিলা এনজিও কর্মী ছুরিকাঘাতে আহত

বগুড়া শাজাহানপুর সংবাদাতাঃ
বগুড়ার শাজাহানপুরে মহিলা এনজিও কর্মী ছুরিকাঘাতে আহত

বগুড়ার শাজাহানপুরে কিস্তির টাকা চাওয়ায় ব্র্যাক এনজিও মহিলা কর্মী মায়া খাতুন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে খরনা ফেস্কো চাঁপড় এলাকায় ঘটনাটি ঘটে।

আহত মহিলা এনজিও কর্মী উপজেলার গোহাইল ব্র্যাক ইউনিয়ন শাখা ব্রান্সে মাঠ কর্মী হিসাবে কর্মরত।আহত মায়া খাতুন বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের মৃত্যু ছাকুয়াত আলীর মেয়ে বলে জানা গেছে।
জানাগেছে আহত মায়া থাতুন অফিস থেকে নিয়মিত কিস্তি আদায়ের জন্য খরনা এলাকায় ফেসকো চাঁপড় গ্রামের সদস্য বুশরা খাতুন স্বামী -সুমন মিয়ার বাড়ীতে যায়।বুশরা খাতুন ব্র্যাক এনজিও থেকে ৬০.০০০/হাজার টাকা বাৎসরিক কিস্তি ৬০০০/হাজার টাকায় উত্তোলন করেছিলেন। তার কিস্তি বাকী পড়ে য়ায়,এনজিও মহিলা কর্মী টাকা চাইলে বুশরার স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সাথে থাকা চাকু দিয়ে ব্র্যাক কর্মী মায়া খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় চাকুর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় খরনা হাঁপাতালে ভর্তি করান।
এরপর ব্র্যাক এনজিওর উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন জড়িত ব্যাক্তিকে আটকে অভিযানে নেমেছে পুলিশ।

উপরে