রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের ফলাফল:
১. সাহেব বাজার এলাকায় রাজশাহী মিষ্টান্ন ভান্ডার-এর বিরুদ্ধে গুণগত মানসনদ গ্রহণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, এবং দই পণ্যের মোড়কবিহীন বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
২. নওদাপাড়া বাজারে অবস্থিত ফ্লিটবাই সুপারশপ-কে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটি সানলাইট কেমিক্যাল কোং-এর গুণগত মানসনদবিহীন ‘লিকুইড হ্যান্ডওয়াশ’ এবং ‘লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রি করছিল।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব:
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অয়ন ফারহান শামস অভিযানের নেতৃত্ব দেন। বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং-এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন।
জনস্বার্থে অভিযান অব্যাহত:
বিএসটিআই জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং মানহীন পণ্য বিক্রয় রোধে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।