প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২২:২২

একজন মানুষ যেকোনো দল করুক না কেন সে ন্যায় না করলেও আমরা তাকে সাথে নিয়েই নির্বাচন করবো- সাবেক এমপি মোশারফ

নিজস্ব প্রতিবেদক
একজন মানুষ যেকোনো দল করুক না কেন সে ন্যায় না করলেও আমরা তাকে সাথে নিয়েই নির্বাচন করবো- সাবেক এমপি মোশারফ
গতকাল ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার ইসলামিক জালসা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জালসায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক ও নন্দীগ্রাম-কাহালু-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বক্তব্যে তিনি বলেন,
বাংলাদেশের দীর্ঘ সময়ের স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে। তারা এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। আওয়ামীলীগ জনগণের বাক-স্বাধীনতার হরণ করেছিল। পাশাপাশি দিনের ভোট রাতে আধাঁরে শেষ করছে। নির্বাচন ব্যবস্খার প্রতি সাধারণ মানুষের অস্থা হারিয়ে ফেলেছে ৷ ৫ আগষ্টের আগে স্বৈরাচার  আওয়ামীলীগ এদেশকে তাদের বাপ-দাদার  দেশ মনে করে একক প্রভাব বিস্তার করেছিল। তারা বলছিল বিএনপি ও জামাত বাংলাদেশকে নষ্ট করেছে এটি একান্ত ভুল বাংলাদেশেকে নষ্ট করছে স্বৈরশাসক। 
এছাড়া তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা রাজপথে আছি সকল অপশক্তি বিরুদ্ধে। একজন মানুষ আওয়ামীলীগ, জাসদ বা যেকোনো দল করুক না কেন সে ন্যায় না করলেও আমরা তাকে সাথে নিয়েই নির্বাচন করবো ইনশাআল্লাহ। 
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদলনেতা সবুজ,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী,
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ অত্র ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আল হেলাল,সাঃসম্পাদক শফিক প্রমুখ।
উপরে