রংপুরে আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী। তাকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গ্রেফতার করা হয়। উপজেলা সদরের সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেফতারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। গ্রেফতার আওয়ামীলীগ নেতা মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনসীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে আড়ালে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর রক্ষা করতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি সার্ভার জটিলতার কারণে নিশ্চিত করা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।