প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২২:৫৮

ঘোড়াঘাটে মালিককে বেঁধে বিদেশি গরু ডাকাতি

উপজেলা সংবাদদাতা, ঘোড়াঘাট, দিনাজপুরঃ
ঘোড়াঘাটে মালিককে বেঁধে বিদেশি গরু ডাকাতি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামে এক ব্যক্তি মালিককে বেঁধে রেখে বিদেশি ফ্রিজিয়ান জাতের ২টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ডাকাতি সংঘটিত হয়।

ঘটনার বিবরণ:
ডাকাতির শিকার সাবদুল ইসলাম, মৃত অফুর উদ্দিনের ছেলে, জানিয়েছেন যে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে একই গ্রামের তিন ব্যক্তি তার বাড়িতে এসে কথা বলছিলেন। তাদের সাথে কথা বলার সময় ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সাবদুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।

ঘটনার সময় ওই তিন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। ডাকাত দল সাবদুল ইসলামের বাড়ি থেকে ২টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গরু (১টি গাভী ও ১টি বকনা) লুট করে নিয়ে যায়।

আইনি ব্যবস্থা:
এ ঘটনায় সাবদুল ইসলাম ওই গ্রামের তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিল করেছেন।

স্থানীয় প্রতিক্রিয়া:
এলাকাবাসী এ ধরনের ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

উল্লেখ্য:
ঘোড়াঘাট উপজেলায় এ ধরনের ডাকাতির ঘটনা বিরল। তবে সম্প্রতি পশু চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উপরে