প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৪
বগুড়ায় জামায়াতের যুব শাখার শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তিঃ
বৃহস্পতিবার রাতে বগুড়ার বাদুরতলায় বগুড়া শহর জামায়াতের ৪ ও ৫নং ওয়ার্ড যুব শাখার ২ দিন ব্যাপী ডে নাইট শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। - ছবি বিজ্ঞপ্তির
বৃহস্পতিবার রাতে বগুড়ার বাদুরতলা মাঠে বগুড়া শহর জামায়াতের ৪ ও ৫নং ওয়ার্ড যুব শাখার ২ দিন ব্যাপী ডে নাইট শর্টপীচ ক্রিকেট টুর্ণামন্ট উদ্বোধন করা হয়। ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মো: কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপশহর সাংগঠনিক থানা আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারী মামুনুর রশিদ, রাজা বাজার আড়ৎদার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নান, শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল বাসেদ প্রমুখ। অনুষ্ঠানে ৮ টি দল খেলায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদক মুক্ত ও সুস্থ্য শরীর গঠনে সবাইকে খেলাধুলায় আরো মনযোগী হতে খেলোয়ারদের প্রতি আহবান জানান।