প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৯

বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুরঃ
বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণ:

বিরামপুর থানার এসআই আমির হোসেন জানান, ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজন সরকারের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি সুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ ও র‌্যাব-১৩ দিনাজপুরের সহায়তায় বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য:

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গ্রেফতারকৃত পলাতক আসামী সুজন সরকারকে বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উপরে