ঢাকার সবুজবাগে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন ভাড়া বাড়িতে, অতঃপর বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগের ওহাব কলোনির একটি বাসা থেকে সীমা আক্তার (২৩) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
সীমা আক্তার নামের ওই নারীর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। বর্তমানে স্বামীর সাথে ওহাব কলোনির বাসায় ভাড়া থাকতেন তিনি।
এ বিষয়ে সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, ‘আমরা খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে বাসাবো ওহাব কলোনির একটি পাঁচতলার বাসার দরজা ভেঙ্গে ওই নারীর গলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।’
এসআই ফাতেমা আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি বেশ কয়েকদিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন দুজন। ওই নারীর স্বামী পলাতক রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার স্বামীকে আটক করা গেলে অনেক তথ্য পাওয়া যাবে। আর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
খবর সূত্র: Independent TV Online