ঘোড়াঘাটে আবারও দুর্ধর্ষ ডাকাতি: ৫ জন আহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত রাণীগঞ্জ বাজার কলাবাড়ী ব্র্যাক ব্যাংকের সংলগ্ন রাস্তায় দফায় দফায় ডাকাতি চালায় দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণ
ভুক্তভোগীদের দাবি, ডাকাত দল টাকা-পয়সা, নগদ অর্থ, মোটরসাইকেল এবং বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় ৫ জন আহত হন।
আহতরা হলেন:
মাহমুদুল ইসলাম (৩৫), বরাতিপুর গ্রামের দুদু মিস্ত্রির ছেলে।
সুমন (৩০), কুয়াতপুর/বিহারিপাড়া গ্রামের আজেশ্বর মিয়ার ছেলে।
রিমন (২২), একই এলাকার বাসিন্দা।
এবং আরও ২ জন অজ্ঞাত ব্যক্তি।
হামলার ধরন
ডাকাত দলের সদস্য সংখ্যা ছিলো ৮-১০ জন।
তারা কালো পোশাক পরিহিত ছিল এবং ধারালো অস্ত্র ও লাঠি ব্যবহার করে।
এলোপাথাড়ি মারধরের ফলে মাহমুদুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের অবস্থা
মাহমুদুল ইসলাম বর্তমানে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় পরিস্থিতি
ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।