দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ
সরকারি জমিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার পটভূমি
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ৪র্থ পাতায় প্রকাশিত "রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ" শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
সংবাদ প্রকাশের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন অবৈধভাবে নির্মাণাধীন পাকা স্থাপনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেন।
অবৈধ নির্মাণের বিবরণ
রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের পূর্ব লক্ষীকোলা বাজার সংলগ্ন জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছিলেন ধানগড়া সদর ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিল উদ্দীনের ছেলে বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা।
উক্ত জায়গায় আগে থেকেই তারা টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করতেন। তবে তারা বর্তমান রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রভাব খাটিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন।
প্রশাসনের বক্তব্য
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন জানান,
“পাকা স্থাপনা নির্মাণের বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত এবং অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের জায়গায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।”
স্থানীয় প্রতিক্রিয়া
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। পাশাপাশি তারা সরকারি জায়গায় এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।