প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ২৩:৩৯

পত্নীতলায় জমি সংক্রান্ত জেরে সংঘর্ষ: আহত-২, আটক-৪

উপজেলা সংবাদদাতা, পত্নীতলা, নওগাঁঃ
পত্নীতলায় জমি সংক্রান্ত জেরে সংঘর্ষ: আহত-২, আটক-৪

নওগাঁর পত্নীতলায় পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ৭ জনের নামে মামলা রেকর্ড করা হলে পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ:

মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খলনা কাছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একরামুল হোসেন (৪০) ও রেজাউল করিম (৪৫)।
একরামুল মাথায় মারাত্মক আঘাত পান এবং তাকে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। রেজাউল হাতেও আঘাত প্রাপ্ত হন। আহতদের প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন রয়েছেন।

মামলা এবং গ্রেফতার:

খলনা গ্রামের জমির উদ্দীনের ছেলে এনামুল হক (৩০) বাদী হয়ে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল খালেক (৪৫), আব্দুল সোবাহান (৩০), খায়রুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৫), আয়চানের ছেলে আব্দুল গফুর (৫৫) এবং শহিদুল ইসলাম (৫৫) নামে ৭ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে একরামুল ও রেজাউলের উপর কোদাল দিয়ে হামলা করা হয়।

পুলিশের বিবৃতি:

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, 'এ বিষয়ে মোট ৭ জন আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ৭ আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করে নওগাঁ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।'

উপরে