প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০৪
নাটোরে এক মাদক কারবারি আটক
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা সহ সেজাউল(৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক।
শনিবার(২৮ ডিসেম্বর) ভোরে নাটোর সদর থানার বনবেলঘরিয়া এলাকার শান্তি ফিলিং স্টেশন এর সামনে মহাসড়কে চেকপোস্ট ডিউটি চলাকালে নাটোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি চৌকস টিম তাকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সেজাউল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগন্জ থানার কালিগন্জ গাইনটোলা গ্রামের বাসিন্দা। নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন মহোদয়ের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।