বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে মো.মোখলেস হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়। অভিযান পরিচালনা সময়ে সার্বিক সহায়তা করেন বড়াইগ্রাম থানার চৌকস পুলিশ টিম। এসময় ওই অভিযুক্ত ব্যাক্তি জরিমানার টাকা নগদে পরিশোধ করেন।