প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:৫০
সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নীলফামারী জেলা সংবাদদাতাঃ
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার, কাশিরামবেলপুকুর ইউনিয়ন পরিষদে ৪৩০জন অসহায় শীতার্তদের মাঝে বিনামূল্যে মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন কাশিরামবেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফেরাজুল সাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।