প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:৫৩

ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আঁচ লাগতে দেবে না নওগাঁর জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ

নওগাঁ সংবাদদাতাঃ
ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আঁচ লাগতে দেবে না নওগাঁর জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ
অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্র ও সমাজবিরোধী আগ্রাসন প্রতিরোধে নওগাঁয় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় শহরের শহিদুল মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দীন আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন:

এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম।

সাম্প্রদায়িক ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক এমরুল আখিয়ার পরাগ।

জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দীন।

প্রধান আলোচক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান টুকু।

বিশিষ্ট শিল্পপতি মো. আব্দুল বারিক।

সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ।

সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব।

এছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা বলেন:

ফ্যাসিস্ট শাসন শেষে দেশকে রক্ষা করলেও, বিভিন্ন দলের পরিচয়ে কিছু ব্যক্তি জনগণের ওপর আগ্রাসন চালাচ্ছেন।

দলমতের ঊর্ধ্বে উঠে এই আগ্রাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় কোনোভাবেই আঁচ লাগতে দেওয়া হবে না।

আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ "জুলাই বিপ্লবের" স্মৃতিচারণ করেন এবং ঐতিহাসিক সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সভায় আগ্রাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দিয়ে, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপরে