কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিক নামধারী চাঁদাবাজ ও প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা
কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিক নামধারী চিহ্নিত চাঁদাবাজ মমিনুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মমিনুল ইসলাম নিজেকে কখনো উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য, কখনো দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি বা আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং প্রতারণা করে আসছিল।
সম্প্রতি গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমীনের নিকট জমির দলিল দেখতে চাইলে, তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মমিনুল প্রধান শিক্ষকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোনে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা উলিপুর প্রেসক্লাবে এ বিষয়ে অভিযোগ করলে, প্রেসক্লাব কর্তৃপক্ষ তাকে সংশোধনের জন্য মৌখিক অনুরোধ জানায়। কিন্তু মমিনুল ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীনের ওপর চাঁদা দাবি এবং হামলা চালান।
১০ অক্টোবর সকাল ১০টায় শহীদ মিনারের সামনে পেশাগত কাজে থাকা মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন মমিনুল ও তার সহযোগীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারা সাংবাদিকের সনি ভিডিও ক্যামেরা, পরিচয়পত্র, এশিয়ান টিভির লোগোসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নিয়ে মারধর করে।
এ ঘটনায় মাহমুদুল হাসান বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। তবে দীর্ঘদিন পলাতক থাকায় মমিনুলকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
গত শনিবার সন্ধ্যায় গরুহাটির পাশে অজ্ঞাত এক ব্যক্তির কাছে পুনরায় চাঁদা দাবি করলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।
রোববার উলিপুর থানা পুলিশ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল, তাই অভিযুক্ত মমিনুলের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন তারা।