প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৩

ফুলবাড়ী-রংপুর রুটে ১২ দিন ধরে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা

উপজেলা সংবাদদাতা, ফুলবাড়ি, দিনাজপুরঃ
ফুলবাড়ী-রংপুর রুটে ১২ দিন ধরে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা

ফুলবাড়ী-পার্বতীপুর-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে টানা ১২ দিন। বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই রুটে চলাচলকারী প্রায় ৫ হাজার শ্রমিক।

দ্বন্দ্বের কারণ:
পার্বতীপুর বাস মালিক সমিতি এবং দিনাজপুর মোটর মালিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পার্বতীপুর বাস মালিক সমিতি অভিযোগ করেছে যে, দিনাজপুর মালিক গ্রুপ তাদের রুটে বাস চলাচলে বাধা দিচ্ছে। ১৮ ডিসেম্বর থেকে এই বিরোধ আরও তীব্র হয়ে ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রমিকদের মানবেতর জীবন:
এই অচলাবস্থার কারণে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শত শত বাস অলস পড়ে রয়েছে। শ্রমিকরা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। বাসচালক সামছুল আলম বলেন, "অনেকেই দিন আনে দিন খায়। বাস না চললে পেটের খাবার জুটবে না।" শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমাধান না হলে তাদের জীবন আরও বিপন্ন হয়ে পড়বে।

মালিকদের বক্তব্য:
দিনাজপুর বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমান বলেন, "দিনাজপুর জেলায় ৬০ কিলোমিটারের মধ্যে পার্বতীপুর এলাকায় রয়েছে ১৭ কিলোমিটার। এই রুটে পার্বতীপুর বাস মালিক সমিতির ১০টি বাসের চলাচল অনুমোদিত, কিন্তু দিনাজপুর মালিক গ্রুপ তা বাধাগ্রস্ত করছে।"

অন্যদিকে, দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী বাবু বলেন, "সমস্যার সমাধানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কাজ করছেন। আশা করছি শিগগিরই এটি সমাধান হবে।"

প্রশাসনের হস্তক্ষেপের প্রত্যাশা:
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, "দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে কাজ করা হচ্ছে।" তবে দ্রুত সমাধান না হলে শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

যাত্রাপথে প্রভাব:
এই অচলাবস্থার কারণে পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর-সৈয়দপুর রুটে যাত্রীরা বিকল্প যানবাহন ব্যবহারে বাধ্য হচ্ছেন, যা সময় ও খরচ বাড়িয়ে দিয়েছে। যাত্রী ও শ্রমিকরা অবিলম্বে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

সমাধানের দাবি:
যাত্রী, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা এই সমস্যার দ্রুত সমাধান এবং বাস চলাচল পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

উপরে