প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫ ১৮:৩০
বগুড়ায় ৪৬তম বিজ্ঞান মেলায় প্রকল্প জুনিয়র ক্যাটাগরিতে ১ম বীট মডেল স্কুল
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া সদর উপজেলার ৪৬তম বিজ্ঞান মেলায় প্রকল্প জুনিয়র ক্যাটাগরিতে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করেছে। রবিবার বিকেলে সদর উপজেলা চত্ত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ৷
এসময় সদর উপজেলা কৃষি, খাদ্য, সমাজসেবা ও সমবায় কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীর নাম আহিল মিজবাহ আরিজ। সে ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার এই সাফল্যে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।