প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:১৮

জাতীয়তাবাদী তাঁতী দলের ঈশ্বরদী মুলাডুলি ইউপি কমিটি গঠন

সভাপতি সেলিম, সম্পাদক রায়হান
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী তাঁতী দলের ঈশ্বরদী 
মুলাডুলি ইউপি কমিটি গঠন
ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল মুলাডুলি ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার সংগঠনটির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি নাফিজ আহম্মেদ আরিফ ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পলাশ স্বাক্ষরিত এক বিবৃতিতে মুলাডুলি ইউনিয়নে ৮ জনের আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সেলিম মোল্লাকে সভাপতি ও রায়হান ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাবু প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক লিটন হোসেন, দপ্তর সম্পাদক আছের সরদার ও সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শাওন হোসেনকে। নবগঠিত এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে আলোচনা সাপেক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল মুলাডুলি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
উপরে