প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:৩৮

বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

উত্তরের শিক্ষাঙ্গনে অপার সম্ভাবনার হাতছানি
সঞ্জু রায়:
বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং 
সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
উত্তরবঙ্গের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বসন্ত (স্প্রিং) সেমিস্টার ২০২৫ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বগুড়া সদরের বাঘোপাড়া ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে প্রাণবন্ত নানা আয়োজনে এই ওরিয়েন্টেশন হয়। পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি'র ট্রেজারার অধ্যাপক সুজন শাহ-ই ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য আধুনিক বিজ্ঞানসম্মত ও মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই বিশ্ববিদ্যালয় এই নগরীতে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজ ক্যাম্পাসে দৃষ্টিনন্দন অবকাঠামো, লেখাপড়ার মান ও গুণী শিক্ষকদের যে মেলবন্ধন এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে যা নেতৃস্থানীয় কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোন অংশে কম নয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড: হোসনে আরা বেগম বলেন, কোন মুনাফার আশায় নয় বরং এই অঞ্চলের শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সেবার মানসিকতায় গড়ে তোলা হয়েছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়। তবে তাদের কল্পনার থেকেও বেশি অর্জন হয়েছে এই স্বল্প সময়ের মাঝেই। এই বিশ্ববিদ্যালয় থেকে এখন শিক্ষার্থীরা শতভাগ বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছেন সারা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতেও। যে তালিকায় রয়েছে শিক্ষকদের নামও। শুধু বই কেন্দ্রিক শিক্ষা নয় একজন শিক্ষার্থীকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে নিতে যা যা প্রয়োজন তার সবটুকুর জন্যেই তাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে দেশের স্বনামধন্য ও দক্ষ এক ঝাঁক শিক্ষক মন্ডলী। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল উদ্ভাবনসহ খেলাধুলা সব অঙ্গনেই এখানকার শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন যা সম্ভাবনাময় আগামীর জানান দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ড. মতিউর রহমান ও সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম গোলাম রসুল খান। ৪টি অনুষদের আওতায় ১৮টি প্রোগ্রামে স্প্রিং সেশনে প্রায় ৪'শ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন যাদের প্রথম দিনের ওরিয়েন্টেশনে প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীকে আইডি কার্ড ও বিশ্ববিদ্যালয় লোগো সম্বলিত ব্যাগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের ওরিয়েন্টেশনে দিনভর প্রাণবন্ত নানা আয়োজনে খুশি সাধারণ শিক্ষার্থীরাও।
উপরে