প্রকাশিত : ৭ মার্চ, ২০২৫ ০০:৪২
বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে তারেক রহমান প্রদত্ত ইফতার সামগ্রী বিতরণ
সঞ্জু রায়:

মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীর হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছে জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে পরম মমতায় ইফতার সামগ্রী তুলে দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
বিতরণকালে উপস্থিত ছিলেন এতিমখানার সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, এ্যাডঃ এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, ইমরান হোসেন, সাজু আহম্মেদ রবি, রিপন, রাশেদ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, আল আমিন জন প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সাধারণ মানুষ পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দেগী করেন। সারাদিন রোজা রেখে সামর্থ্যবান মানুষেরা ভাল মানের ইফতার গ্রহণ করতে পারলেও সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম মানুষেরা নানা কষ্টে থাকেন। যদিও লোকলজ্জার ভয়ে কেউ হয়তো তা প্রকাশ করেন না। তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল। বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজারো মাইল দূরে থাকলেও তার চিন্তা এই দেশের জনগণের জন্য। মাহে রমজানে বিএনপির অভিভাবক তাদের মানবিক নেতা তারেক রহমান প্রদত্ত ইফতার সামগ্রী তারা শুধুমাত্র বাহক হিসেবে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন যে কার্যক্রম চলবে এই পুরো মাসব্যাপী। শুধু তাই নয় সামনে ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে স্বল্প পরিসরে হলেও কিছু উপহার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে বগুড়া জেলা যুবদল। সংগঠনের বগুড়া জেলার এই দুই নেতা যুবদল পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার দোয়া কামনা করে তাদের ইতিবাচক কর্মকান্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।