প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫ ২১:১৭
বগুড়ায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
ষ্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজানে দেশ ও দশের মঙ্গল কামনায় বগুড়া ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারি মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের থানা মোড় আকবরিয়া হোটেলের ৩য় তলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমদাদুল হক ইমদাদ এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল।
এসময় তিনি সমিতির সকল সদস্যবৃন্দকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলাল বলেন, যেকোনো সংগঠনেই সদস্যবৃন্দের একতা ও সৎ উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তন সাধন করতে পারে। মাহে রমজানের শুরুতেই তাদের সমিতির পক্ষ থেকে বগুড়ায় সকল বেকারী ও ব্রেড বিস্কুট কারখানার মালিকদের পরিছন্নতা বজায় রেখে মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানানো হয়। ব্যবসায়ীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে এবছর মাহে রমজানে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন যা একটি ইতিবাচক সূচনা। বেকারী শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল বেকারী মালিকদের পক্ষে তিনি আবারো সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। কাঁচামালে সরকারি ভর্তুকি প্রাপ্তি নিশ্চিতসহ সাধ্যের বাহিরে ভ্যাট-ট্যাক্স না আরোপ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে ছোটখাটো কোন ভুলে যেন প্রশাসনের অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীদের বৃহৎ শাস্তি না দেওয়া হয় সেই লক্ষ্যেও প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। সকলের সহযোগিতা নিয়েই উত্তরের প্রাণকেন্দ্র বগুড়াতে এই শিল্প কে আরো সমৃদ্ধ করতে তারা কাজ করে যাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন আলাল।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রংপুর বেকারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং জয়পুরহাট বেকারি মালিক সমিতির সভাপতি শামীম নাজির আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে রেজাউল করিম ও বায়েজিদ শেখ, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, আলী আজম, জুলফিকার হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে সমিতির প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত কামনা, ঈদকে সামনে রেখে সকল ব্যবসায়ীর ব্যবসায়িক সাফল্য অর্জনসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরিশেষে ইফতারে অংশ নেয়া সকল সদস্যবৃন্দদের সমিতির পক্ষ থেকে সভাপতি হাসান আলী আলাল আকবরিয়া গ্রুপের উৎপাদিত লাচ্ছা-সেমাইসহ ঈদের নানা সামগ্রী উপহারস্বরূপ প্রদান করেন।