প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ০৩:২৬
বগুড়ায় নতুন আঙ্গিকে ইয়ামাহা'র দৃষ্টিনন্দন শোরুম উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে নতুন আঙ্গিকে বড় পরিসরে উদ্বোধন করা হয়েছে এসিআই মটরস'র মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার দৃষ্টিনন্দন শো-রুম। অনাড়ম্বর এক আয়োজনে বুধবার রাতে শহরের সূত্রাপুর গোহাইল রোডে আলো ঝলমলে দ্বি-তল এই শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিচালক মো: জাকির হোসেন।
উত্তরা বাইক সেন্টারের স্বত্ত্বাধিকারী শাহজাহান আলীর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী বক্তব্যে এসিআই মটরস'র এই কর্মকর্তা বলেন, এসিআই মটরস তাদের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদেরকে সর্বদা গুণগত সেবা প্রদান নিশ্চিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য নিয়েই সারা বাংলাদেশে ইয়ামাহার সেলস, সার্ভিস আর মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয় কেন্দ্র যুগের সাথে তাল মিলিয়ে প্রশস্ত জায়গায় আধুনিকায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় উত্তরবঙ্গে সর্বপ্রথম বগুড়াতেই দ্বিতল ভবনে শহরের সূত্রাপুরে এই দৃষ্টিনন্দন শোরুমের যাত্রা শুরু হলো। যেখানে বর্তমানে বাংলাদেশে থাকা ইয়ামাহার সকল মডেলের মোটরসাইকেলের পর্যাপ্ত সরবরাহসহ গ্রাহক ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের জন্যেও থাকছে স্বাচ্ছন্দ্যের সাথে বসার ব্যবস্থা। তিনি বলেন এক ছাদের নিচে একজন বাইকারের ভোগান্তি বিহীন সকল চাহিদা পূরণই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী শাহজাহান আলী বলেন, এসিআই মটরস এর সাথে তাদের সুদীর্ঘ ব্যবসায়িক যাত্রা অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা ও স্বাচ্ছন্দ্যের। একজন মোটরসাইকেল প্রেমীর চাহিদার কথা মাথায় রেখে ইয়ামাহা সর্বদাই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনি বলেন নতুন আঙ্গিকে উদ্বোধনকৃত এই শোরুমে বাইকাররা তাদের চাহিদা অনুযায়ী সবকিছুই পাবেন হাতের নাগালে। পাশাপাশি যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল এক্সচেঞ্জ এর মাধ্যমে ইয়ামাহা মোটরসাইকেল কেনার সুযোগের পাশাপাশি থাকছে ক্রেডিট কার্ড দিয়ে সহজ কিস্তিতে মোটরসাইকেল কেনার সুবিধা। এছাড়াও শর্ত সাপেক্ষে গ্রাহক বিবেচনায় সুলভ মূল্যে সহজ কিস্তিতেও দেশের স্বনামধন্য এই ব্যান্ডের মোটরসাইকেল কিনতে পারবেন গ্রাহকরা। তিনি সকল মোটরসাইকেল প্রেমীদের একটি বার হলেও তাদের নতুন এই শোরুম পরিদর্শনের আমন্ত্রণ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মটরস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বগুড়া শহরের বিভিন্ন অঙ্গনের ব্যবসায়ীগণ, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।