প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ১৫:৩৮

বগুড়ায় স্বর্ণগ্রামের ঈদ উপহার পেলেন ৩ শতাধিক অসহায় মানুষ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় স্বর্ণগ্রামের ঈদ উপহার 
পেলেন ৩ শতাধিক অসহায় মানুষ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে মাহে রমজানে প্রতিবছরের ন্যায় এবারো ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী স্বরুপ নতুন বস্ত্র, লাচ্ছা, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই ভালবাসার উপহার তুলে দেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। স্বর্ণগ্রামের উপদেষ্টা ও ব্যাডস্ মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আকতারুজ্জামান সরকার মিন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, সাবগ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম সরকার, ওমান প্রবাসী মশিউর রহমান টিপু এবং স্বর্ণগ্রাম সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। সামর্থ্যবান মানুষদের ঘরে যখন আর কিছুদিন পরেই আসবে ঈদের আনন্দ তখন অনেকটা অগোচরেই থেকে যায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা। তাইতো যুক্তরাষ্ট্রে থেকেও নিজ গ্রামের অসহায় মানুষের কথা ভেবে অভিরাম রায় প্রতিবছর ঈদের আগে অসহায় মানুষদের জন্য যে উপহারের ব্যবস্থা করেন তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। শুধু ঈদেই নয় একইভাবে অভিরাম রায়ের সহযোগিতায় অন্যান্য ধর্মীয় উৎসব এবং শীতকালেও মানুষের প্রয়োজনে মানবিক এই কার্যক্রম বিগত কয়েক বছর ধরেই চলমান রেখেছে স্বর্ণগ্রাম যার ইতিবাচক ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্বর্ণগ্রামের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত, অর্থ সম্পাদক লক্ষণ রায়, সদস্যবৃন্দ যথাক্রমে খালেক সরকার, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। ঈদের আগে পবিত্র মাহে রমজানে উপহারস্বরূপ নতুন বস্ত্র ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা ধন্যবাদ জানান আয়োজক সংগঠন স্বর্ণগ্রাম এবং পৃষ্ঠপোষক অভিরাম রায়ের প্রতি।
উপরে