প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ২০:৩৬
বগুড়ায় আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালো তারেক রহমান
নগদ অর্থ ও শুভেচ্ছা কার্ড পৌঁছে দিল যুবদল
সঞ্জু রায়:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার দুপুরে পরিবারগুলোর মাঝে তারেক রহমানের প্রদানকৃত নগদ অর্থ ও ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দিয়েছে জেলা যুবদল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার ১৩টি পরিবারের মাঝে শুক্রবার আন্দোলনে শহীদ হওয়া ৩ জন যুবদল নেতা ও পঙ্গু হয়ে যাওয়া ২ জন যুবদল নেতার বাড়িতে গিয়ে পরম মমতায় ঈদের আগে এই উপহার তুলে দিয়েছেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, এনামুল হক পান্না, তাজমিরুল ইসলাম বিচিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক শাফিন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ , সহ-তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য কামরুল হাসান ঝিনুক, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এইদিন শহীদ মো: ইউসুফ আলী মন্ডল এর পরিবার, যুবনেতা শহীদ ইমরান এর পরিবার ও যুবনেতা শহীদ হযরত আলী মন্ডল এর পরিবারের পাশাপাশি যুবনেতা ফরিদ আহম্মেদ মুন (পঙ্গু) এবং যুবনেতা দেলোয়ার হোসেন ডলার (পঙ্গু) এর পরিবারের কাছে তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের মতো এমন নক্ষত্রের জন্ম অনেক শতাব্দীর পর হয়। নিজের জন্মভূমি থেকে হাজারো মাইল দূরে থাকলেও তাদের নেতার হৃদয় পরে থাকে এই বাংলাদেশ। পবিত্র মাহে রমজানে লন্ডনে বসেও সারাদেশের লাখো নেতাকর্মীসহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস করে যাচ্ছেন তিনি। আর কয়দিন পরেই যখন পবিত্র ঈদুল ফিতর তখন গণতন্ত্র পুন:প্রতিষ্ঠাকরন আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের কথাও ভেবেছেন তিনি। দূরদর্শী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বগুড়া জেলা যুবদল পরম মমতা ও ভালোবাসার সাথে সেই অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছে দিচ্ছেন মাত্র। তারা বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সম্মুখ সারীতে থেকে ভূমিকা রেখেছেন। আন্দোলনে তাদের নেতা তারেক রহমানের শত শত কর্মী শহীদ হওয়ার পাশাপাশি সারা জীবনের মত পঙ্গুত্ব বরণ করেছেন এই সংখ্যাও অনেক। রাজনীতির মাঠে লাভ-ক্ষতির হিসেব না করে অভিভাবকের মতো তিনি সকলের পাশে দাঁড়িয়েছেন যাতে আবারো প্রমাণ হয় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না এই দল গণমানুষের দল আর তাদের রাজনীতি শুধুই মানুষের কল্যাণের জন্য। তারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।