প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৫ ১৮:৪৩

বগুড়া সান্তাহারে এসএমআই একাডেমীর হীরক জয়ন্তী উদযাপন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সান্তাহারে এসএমআই 
একাডেমীর হীরক জয়ন্তী উদযাপন
‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দে মাতি সবি’ প্রতিপাদ্যাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহার সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমী (এসএমআই) উচ্চ বিদ্যালয়ের ৮৩ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, স্মৃতিচারণ, আনন্দ আড্ডা, মধ্যাহ্নভোজ, কার্য অধিবেশন, র‌্যাফেল ড্র, নৈশ্যভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টায় অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। এরপর এসএমআই চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে রেলগেট, হাটখোলা ও বিপি স্কুল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে বিদ্যালয়ের হাজারো প্রাক্তণ শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরের দিকে প্রাক্তণ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন ওই বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এস.এম শামীম আছাদ বেলাল, হীরক জয়ন্তীর স্মরণিকা প্রকাশনার উপ-কমিটির আহবায়ক শাহজাহান আলী, সমন্বয়ক জালাল উদ্দীন, বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী পুষ্পা ছেত্রী, নাছিমা বানু, ১৯৭৬ ব্যাচের আহম্মদ আলী সরদার সহ আরো অনেকে। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, বিশিষ্ট ব্যবসায়ী এসএম আখতারুজ্জামান মিঠুৃ, এসএমআই একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, এসএমআই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদা খানম প্রমূখ। উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৪২ সালে উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম অংশের শেষ সীমানায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা শিল্পী গোষ্ঠি এন্ড মিউজিক্যাল ব্র্যান্ড। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
উপরে