প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৫ ২২:২৯
বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
উপজেলা সংবাদদাতা, বড়াইগ্রাম, নাটোরঃ

নাটোরের বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আছান আলী (৫২) উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আসকান আলীর ছেলে।
থানা ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ৩১ মার্চ ঈদের দিন সকালে মেয়েটির বাবা ঈদ মাঠে নামাজ পড়তে যান। একই সময় তার মা পারিবারিক কাজে পাশের বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী লম্পট আছান আলী ওই বাড়িতে এসে খোঁজ খবর নেয়ার এক পর্যায়ে মেয়েটির কাছে পিঠা খেতে চায়। মেয়েটি তাকে ঘরে বসতে বলে এবং একটু পরে পিঠা ও সেমাই নিয়ে ঘরে গেলে আছান আলী জোরপূর্বক তার শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা সহ প্রতিবেশীর এগিয়ে এলে আছান আলী দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযু্ক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।