বিরামপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব সনাতন পরিবার, পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসলিম সম্প্রদায়

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে শনিবার (৫ এপ্রিল ২০২৫) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রতন সাহা নামের এক সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ। তারা খাবার, পোশাক, কম্বল, কাঁথা এবং নগদ অর্থ নিয়ে দুর্গত পরিবারের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।
শনিবার রাতেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রতন সাহার হাতে নগদ ১০ হাজার টাকা, জামা-কাপড়, কম্বল ও খলপা (ধর্মীয় উপহার) প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আনারুল ইসলাম, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, বিরামপুর থানা আমির হাফিজুর রহমান মাস্টার, পৌর আমির মামুনুর রশীদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবু বক্কর ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম শরীফ।
এছাড়াও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে পরিবারটিকে খাদ্য সামগ্রী, কাঁথা, কম্বল, জামা-কাপড় ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।
অগ্নিকাণ্ডে পরিবারের সবকিছু হারানো রতন সাহা মুসলিম সম্প্রদায়ের এমন মানবিক সহায়তা ও সহানুভূতিতে আবেগাপ্লুত হয়ে বলেন, “এই কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। করজোড়ে ধন্যবাদ জানাই সকলকে।”