কলাপাড়ায় পারিবারিক বিরোধে চাচার পায়ের রগ কাটল ভাতিজা

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা আবদুল হাকিম (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন হাকিমের স্ত্রী মোসাঃ শাহিনূর বেগম (৪০)।
আহতদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালীন হঠাৎ আবদুল হাকিমের ভাতিজা মো. ফয়সাল শরীফ (৩০) উত্তেজিত হয়ে ওঠেন এবং ধারালো অস্ত্র দিয়ে চাচাকে আঘাত করেন। হাকিমের ডান পায়ের রগ কেটে যায় এবং গলা ও বুকে গভীর জখম হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহিনূর বেগমও হামলার শিকার হন।
চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক রয়েছেন। তিনি স্থানীয় আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান শরীফের ছেলে।
এ ঘটনায় ফয়সালের স্ত্রী ও মা কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়ে পাল্টা নাটক সাজানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের পিতা আবদুল মান্নান ফোনে অসুস্থতার অজুহাত দেখিয়ে কল কেটে দেন। ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, "ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"