প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৫ ০০:৪৬

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আকর্ষণীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আকর্ষণীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
প্রতীকি ছবি।

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আসন্ন এপ্রিল মাসে একটি আকর্ষণীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে চলেছে একটি ব্যতিক্রমী আয়োজন, যেখানে প্রতিযোগিতা ও উদ্দীপনার পাশাপাশি থাকছে বড় অঙ্কের পুরস্কার।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি। এছাড়াও প্রতিটি ম্যাচে থাকছে ‘ম্যাচসেরা খেলোয়াড়’-এর জন্য বিশেষ পুরস্কার। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট-কেও সম্মাননা প্রদান করা হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগ্রহী ক্লাবগুলোকে মাত্র ১০ হাজার টাকা এন্ট্রি ফি জমা দিয়ে আগামী ১২ এপ্রিলের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার অফিসে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।

বিশেষ দিক হলো, প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে, যা প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। বগুড়া জেলার যেকোনো স্বীকৃত ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা জানান, “এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভা আবিষ্কারের সুযোগ সৃষ্টি হবে।”

উপরে