প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৫ ০০:৫৩

মহাসড়কে ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে শেরপুরে বিশাল মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ
মহাসড়কে ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে শেরপুরে বিশাল মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক ১১ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি শেরশাহ্ মার্কেট বাসস্ট্যান্ডের পাশে মহাসড়কের ধারে অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে উপজেলার প্রায় ৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— মহাসড়কে ধুনট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, শেরপুরকে জেলা ঘোষণা, শহরে গ্যাস সংযোগ প্রদান, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে আরও একটি ফ্লাইওভার নির্মাণ, উপজেলা স্টেডিয়াম স্থাপন, পৌরসভার সীমানা বৃদ্ধি, করতোয়া নদী খনন ও নদীর দুই পাশে সড়ক নির্মাণ, শিশুপার্ক স্থাপন, ঝাঁজর, ফুলজোড় ও কল্যাণী এলাকায় বাঙালী নদীর ওপর সেতু নির্মাণ, পৌর কিচেন মার্কেট চালু এবং শহরের পাশে রেলস্টেশন স্থাপন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান। তিনি বলেন, “এই ১১ দফা দাবি শেরপুরবাসীর প্রাণের দাবি। এগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।” তিনি আরও উল্লেখ করেন, মহাসড়কের সড়ক বিভাজকের কারণে শহরটি এখন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে ঝুঁকি তৈরি হয়েছে এবং অনেকেই নিয়মিত পড়াশোনায় পিছিয়ে পড়ছে।

এ ছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শেরশাহ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, কাঁচা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই এবং ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্থানীয় শিক্ষকরা জানান, মহাসড়কের বিভাজকের কারণে শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পার হতে পারছে না, ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সময়মতো দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উপরে