প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০১:১৬

ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে রায়গঞ্জে চালকল মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে রায়গঞ্জে চালকল মালিক সমিতির সংবাদ সম্মেলন

সরকার নির্ধারিত ধান ও চালের ক্রয়মূল্যের মধ্যে সমন্বয় না থাকায় বিক্ষোভ জানিয়েছেন চালকল মালিকরা। শনিবার (১৩ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে উপজেলা চালকল মালিক সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালেব সরকার। তিনি বলেন, “সরকার বোরো মৌসুমে ধানের ক্রয়মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ৩৬ টাকা, আর চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। কিন্তু বর্তমান উৎপাদন ব্যয় অনুযায়ী প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হচ্ছে ৫৭ টাকা। ফলে চালকল মালিকদের প্রতি মৌসুমে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।”

তিনি আরও জানান, এই লোকসানের কারণে চালকল মালিকরা ব্যাংকঋণ ও মহাজনী ঋণে জর্জরিত হয়ে পড়ছেন। অনেক চালকল বন্ধ হয়ে গেছে, বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। এতে করে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

ভিপি আয়নুল হক – জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান

শহিদুল ইসলাম আকন্দ – উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক

এসএম সাগর সরকার – পরিচালক

সঞ্চালনায় ছিলেন সমিতির পরিচালক ওমর ফারুক পন্না

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, চালকল শিল্প টিকিয়ে রাখতে ও শ্রমিকদের রক্ষায় ধান ও চালের মূল্যে যৌক্তিক সমন্বয় করতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

উল্লেখ্য: চালকল মালিকদের এ প্রতিবাদ এমন সময় সামনে এলো যখন দেশে নতুন ধান কাটার মৌসুম শুরু হতে যাচ্ছে এবং সরকারি চাল সংগ্রহ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

উপরে