ফুলবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার পলাতক আসামি র্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা মালিপাড়া গ্রামে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি পরিতোষ চন্দ্র (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে দিনাজপুর র্যাব-১৩ ও ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত পরিতোষ চন্দ্র মৃত অপিন চন্দ্র রায়ের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৫ সালে এক প্রতিবন্ধী শিশু (১২) ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন, ২২ মার্চ ২০২৫ তারিখে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৯(১) ধারায় একটি মামলা করেন (মামলা নম্বর: ১৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম জানান, পরিতোষ চন্দ্র ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আটক পরিতোষ চন্দ্রকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
উল্লেখ্য এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।