প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০১:২৮

শাহজাদপুরে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পৌর প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ফিরোজ আল আমিন, চলনবিল, সিরাজগঞ্জঃ
শাহজাদপুরে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পৌর প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনার ভাগাড়। - ছবি সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সশাহজাদপুর সরকারি কলেজের মহিলা হোস্টেলের পেছনের খালপাড়ে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। একাধিকবার অভিযোগ করা হলেও, এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল জানান, সাবেক পৌর মেয়র এবং বর্তমান পৌর প্রশাসক—দুজনই দীর্ঘদিন ধরে এই সমস্যাটিকে উপেক্ষা করে যাচ্ছেন। ফলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের এলাকাটি এখন অঘোষিত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সুমন জানান, দ্বারিয়াপুর ও রামবাড়ি মহল্লার সংযোগস্থলে অবস্থিত এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশ দিয়ে শাহজাদপুর সরকারি কলেজে যাওয়ার একমাত্র রাস্তা। পথচারীদের প্রতিদিন এই দুর্গন্ধময় পরিবেশ পেরিয়ে যেতে হচ্ছে। অথচ প্রতি বছর দ্বারিয়াপুর হাটবাজার ইজারা দিয়ে পৌরসভা কোটি টাকা আয় করে, কিন্তু এলাকাটির পরিচ্ছন্নতায় কোনো নজর নেই।

নাট্যকর্মী কাজী শওকত বলেন, কলেজ হোস্টেলের পেছনের রাস্তার পাশে প্রতিনিয়ত ময়লা জমে থাকলেও পৌর কর্তৃপক্ষ নির্বিকার। পরিবেশ দূষণ বেড়ে চললেও তাদের টনক নড়ছে না।

এই বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কারুজ্জামান জানান, “৫ আগস্টের আন্দোলনে আমাদের ময়লা অপসারণের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে আমরা চেষ্টা করছি শহরকে যতটা সম্ভব পরিষ্কার রাখতে।”

উল্লেখ্য, স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এবং শহরের পরিবেশ রক্ষায় পৌর প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন।

উপরে