ধুনটে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ২

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে এজাহারভুক্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শ্রমিকদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধুনট থানার এসআই হারুনর রশিদ বাদী হয়ে শ্রমিকদল নেতাসহ ১১ জন ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন– চরধুনট গ্রামের মৃত বুইদা প্রামানিকের ছেলে ও ধুনট পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ (৪০) এবং একই গ্রামের মৃত আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মহা আলম জীবন (৩৫)।
এসআই হারুনর রশিদ জানান, ১১ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি মামলার এজাহারভুক্ত আসামী মহা আলম জীবন শ্রমিকদল নেতা আব্দুল মজিদের বাড়িতে অবস্থান করছে। রাত ১টা ৩০ মিনিটে ওসি’র নির্দেশে এএসআই সেলিম শেখ ও দুইজন কনস্টেবলসহ তিনি অভিযান চালান এবং মহা আলম জীবনকে গ্রেপ্তার করেন।
তবে আসামীকে আটকের সময় পুলিশ পরিচয় থাকা সত্ত্বেও শ্রমিকদল নেতার স্বজনরা তাদের 'ডাকাত' বলে চিৎকার করে এবং ঘরের টিনের বেড়ায় আঘাত করতে থাকে। মুহূর্তেই ঘটনাস্থলে অন্তত ২০-২৫ জন জড়ো হয় এবং আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, ব্যর্থ হয়ে তারা পুলিশের উপর হামলা চালায়, এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। এমনকি এক পর্যায়ে আহত পুলিশদের জিম্মি করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আব্দুল মজিদ ও মহা আলমকে পুনরায় আটক করে এবং জিম্মিদশা থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশ সদস্যদের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামীদের ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অপচেষ্টা বরদাশত করা হবে না।