প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০২:০৫

শেরপুরে শিক্ষিকা মাহমুদার মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় গোটা পরিবার

শেরপুর বগুড়া সংবাদদাতাঃ
শেরপুরে শিক্ষিকা মাহমুদার মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় গোটা পরিবার

বগুড়ার শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়ায় ভাড়া বাসা থেকে মাহমুদা বেগম (৪০) নামে এক নারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি পদে কর্মরত ছিলেন। তার স্বামী সোহেল রানা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক (লাইব্রেরিয়ান) হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোররাতের মধ্যে মাহমুদা বেগম তার ভাড়া বাসার ডাইনিং রুমের জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে দশটায় মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

মাহমুদার ভাই থানায় লিখিত আবেদন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্বামী কিংবা পরিবারের কেউই আত্মহত্যার কোনো কারণ নিশ্চিত করতে পারেননি।

নিহত মাহমুদার বাবার বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে, এবং স্বামীর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। চাকরির সুবাদে তারা শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চাঁদনী জানান,

"ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা সবদিক থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"

পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন, যাতে মাহমুদার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হয়।

উপরে