প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০০:০৬

ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলা: মামলা দায়ের, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ
ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলা: মামলা দায়ের, তদন্তে পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত শেষে ফেরার পথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের গাড়ির চালক আব্দুস সবুর মিয়া (৩১) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ৯ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে, তালুককানুপুর ইউনিয়নের এম.এল.বি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ড্রাম ট্রাক আটক করা হয়। এসব ট্রাক সহকারী কমিশনারের গাড়িচালক সবুর মিয়া কার্যালয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন।

রাত ২টার দিকে কাটাখালী সেতু পার হওয়ার পর যানজটে পড়ে যান সবুর। এসময় তিনি তালুককানুপুর ইউনিয়ন ভূমি অফিসের ফরহাদ হোসেনস্বেচ্ছাসেবক রিভেলীকে নিয়ে যানজট নিরসনের চেষ্টা করছিলেন। ঠিক তখনই দেব বিশ্বাস নামের এক ব্যক্তি একটি ফাঁকা ড্রাম ট্রাক নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে নতুন করে যানজট তৈরি করে।

দা নিয়ে হামলা

সবুর মিয়া বাধা দিলে দেব বিশ্বাস ড্রাম ট্রাক থেকে দা হাতে নিয়ে তার ওপর চড়াও হয়। উপস্থিত ফরহাদ ও রিভেলী মিলে দা কেড়ে নিলেও কিছুক্ষণ পর ৬টি মোটরসাইকেলে করে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী এসে অতর্কিতে লাঠি, রড, ছোরা, হাসুয়া দিয়ে তার ওপর হামলা করে।

হামলায় সবুর মিয়া গুরুতর আহত হন। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় এবং পকেট থেকে মোবাইল ও ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।

মামলা ও তদন্ত

আহত চালক ১১ এপ্রিল (শুক্রবার) রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের বাবলু চন্দ্র বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস (২৮)দেব কুমার বিশ্বাস (২৪) সহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, “মামলার তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

বর্তমান অবস্থা

আহত সবুর মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

উপরে