প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০০:২৫

জয়পুরহাটে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় তিন কোটি টাাক আত্মসাতের অভিযোগ

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাটে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় তিন কোটি টাাক আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্যাশিয়ার মাসুদ রানার বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকরা এ ঘটনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে জোর দাবি জানিয়েছেন – তাদের জমানো অর্থ দ্রুত ফেরত দিতে হবে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট শহরের ইসলামি ব্যাংকের জেলা শাখা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সাধারণ গ্রাহকরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কারা ছিলেন মানববন্ধনে

মানববন্ধনে বক্তব্য রাখেন:

আব্দুস সালাম, প্রধান শিক্ষক, আক্কেলপুর হাইটেক কিন্ডার গার্ডেন

মুফতি ফিরোজ আহমদ, মহতামিম, দারুল কোরআন মাদ্রাসা

আব্দুল মান্নান, শিক্ষা সচিব, দারুল কোরআন মাদ্রাসা

জামাল উদ্দীন, প্রভাষক, সিনিয়র মাদ্রাসা

অভিযোগের বিবরণ

বক্তারা জানান, ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার মাসুদ রানা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিয়েছেন। প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছেন তারা।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত ক্যাশিয়ারসহ শাখার মালিক ও আরও দুইজনকে আটক করলেও তারা একদিনের মধ্যেই জামিনে মুক্তি পান। এতে আতঙ্ক ও হতাশার মধ্যে পড়েছেন সাধারণ গ্রাহকরা, বিশেষ করে মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব যাদের কাছে জমানো ছিল।

দাবি

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,

“আমাদের সঞ্চিত অর্থ আজ অনিশ্চয়তায়। আমরা ইসলামী ব্যাংকের উপর আস্থা রেখে টাকা রেখেছিলাম, এখন সেটিই সংকটে। দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।”

গ্রাহকরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের আমানতের টাকা দ্রুত ফেরতের জোর দাবি জানিয়েছেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উপরে