প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ০০:৪৬

বড়াইগ্রামে শিশু জুঁই’র খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

বড়াইগ্রাম নাটোর সংবাদদাতাঃ
বড়াইগ্রামে শিশু জুঁই’র খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আরা জুঁই (৭)-কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পুড়িয়ে ফেলার নির্মম ঘটনায় খুনীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সহস্রাধিক মানুষের অংশগ্রহণ

বুধবার বিকাল ৪টায় জুঁইয়ের নিজ গ্রাম গাড়ফা বাজারে সহস্রাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাড়ফা সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন জেলা ও উপজেলা বিএনপি ও জামায়াতের নেতারা।

বক্তব্য রাখেন নেতৃবৃন্দ

মানববন্ধনে বক্তব্য রাখেন:

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ

যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ

বিএনপি সদস্য ও পিপি আব্দুল কাদের মিয়া

সাবেক পৌর মেয়র ইসাহাক আলী

জামায়াত নেতা আতিকুল ইসলামমাওলানা হাসানুল বারী

গাড়ফা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাসান মাহমুদ ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম

জুঁইয়ের শিক্ষক মাওলানা আল আমিন

বক্তারা দ্রুত খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন,

"এ ধরনের ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর বিচার হতে হবে প্রকাশ্যে এবং দ্রুততম সময়ে।"

ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ

এর আগে উপজেলার বনপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজরাজাপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে পৃথক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে ‘জুঁই হত্যার বিচার চাই’ শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।

উপরে