প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ ০০:৩২
Rangpur Bazar News

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম

কমেছে ডিম, আলু ও মুরগির দাম, স্থিতিশীল চাল-তেল-মাংস
জালাল উদ্দিন, রংপুর
রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও কিছু সবজির দাম। অপরদিকে কমেছে আলু, ডিম ও পোলট্রি মুরগির মূল্য। চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম রয়েছে স্থিতিশীল।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৫০-৫৫ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীরা জানান, ঘরে পেঁয়াজ মজুদ শুরু হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, যার প্রভাবে দাম বেড়েছে।

এছাড়া আদা প্রতি কেজি ১২০-১৪০ টাকা, রসুন ৯০-১০০ টাকা থেকে বেড়ে ১১০-১২০ টাকা এবং কাঁচামরিচ আগের মতোই ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে টমেটো ২৫-৩০ টাকা, সজনে ৮০-১০০ টাকা, চিকন বেগুন ৪৫-৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, পেঁপে ৪৫-৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, এবং ধনেপাতা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সব ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। লাউ, চালকুমড়া, কচুরলতি, শসা ও ঢ্যাঁড়সের দামেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।

আলুর মধ্যে কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে ১৫-১৮ টাকা কেজি, বগুড়ার লাল পাগড়ি আলু ২৫-৩০ টাকা, ঝাউ ও শিল আলু ৩০-৩৫ টাকা।

ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম।
পোলট্রি মুরগির কেজি ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৬০-২৮০ টাকা, দেশি মুরগি ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তেলের বাজারে বোতলজাত সয়াবিন আগের মতোই ১৭৫-১৮০ টাকা, খোলা তেল ১৮০-১৯০ টাকা। চালের দামে বড় ধরনের পরিবর্তন হয়নি—স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা, নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি।

ডালের বাজারেও স্থিতিশীলতা রয়েছে। মসুর ডাল (চিকন) ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০, পাঙাস ১৫০-১৬০, তেলাপিয়া ১৪০-১৬০ এবং দেশি গঁজি মাছ ৮০০-১০০০ টাকা কেজি।

লালবাগ বাজারের সবজি বিক্রেতা ইসলাম জানান, ঈদের প্রভাব শেষে এখন সরবরাহ কম হওয়ায় কিছু সবজির দাম বেড়েছে। আর মুরগি বিক্রেতা আমির হোসেন বলেন, আমদানি বেশি হলেও চাহিদা কম থাকায় মুরগির দাম কিছুটা কমেছে।

উপরে