রাণীনগরে মসজিদের কমিটি-হিসাব নিয়ে মারপিটের অভিযোগ

নওগাঁর রাণীনগরে একটি মসজিদের কমিটি ও হিসাব চাওয়া নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসি। গত ১১ এপ্রিল দুপুরের দিকে উপজেলার বেলতা গ্রামে এ ঘটনা ঘটে। দলবদ্ধ কয়েকজনের মারপিটে ওই গ্রামের বেনজু আলী (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ মারপিটের ঘটনায় ওই গ্রামের মুক্তার প্রামানিক (৪০), মোহন (৩২), হোসাইন আলী (৫৫), শহিম উদ্দিন (৪৩), হুজুর আলী (৪৫) ও শাহীন (২৮) এর বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মারধরের শিকার আহত বেনজু আলী জানান, মসজিদের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে মুক্তার প্রামানিকসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার মাইক্রোফোনের লোহার স্ট্যান্ড দিয়ে আমার কপালে আঘাত করে। এরপর মুক্তারের নেতৃত্বে মসজিদ কমিটির সেক্রেটারী শহিম উদ্দিনসহ অন্যান্যরা আমাকে এলোপাতারী মারপিট করেন। এ ঘটনার আইনগত ব্যবস্থা চেয়ে আমি কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছি। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে জানতে মারপিটের নেতৃত্বে থাকা মুক্তার প্রামানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।